একা

একা

by Khandaker Iftakharul Haque Priyo on Sunday, May 6, 2012 at 2:10am ·

তোমাকে দেখতে পারিনি মুখটা তুলে…

তোমাকে বলতে পারিনি মনটা খুলে…

ভালবেসেছি তোমায় সবকিছু ভুলে…

আজ আমার জীবন মরন তোমার কূলে…

একবার হাত বোলাতে চেয়েছি তোমার ঐ রেশমি চুলে…

তোমার কারনে আজ আমি বাউন্দুলে…

আজ এই মরন দশা আমার নিজের ভুলে…

আমায় একা ফেলে তুমি কেন গেলে চলে…

ভালোবাসি এখনও তোমায় সবকিছু ফেলে…

সেই তুমি আমায় একা ফেলে চলে গেলে…

আজ নিজের মনে নিজেই আমি একা…

সকল থাকতেও আজ আমি বড্ড একা…

……………………………………………………**।প্রিয়।**

Advertisements

পাথরে অশ্রু

নিশাবসানে ভাঙিল আমার হিমালয় হবার স্বপ্নবিলাস

মিছেই অশ্রুআলোতে করেছি শৈলকালোর তালাশ ।

এই যে আমার কপোল জুড়ে টলমল জল

দিবা নেই, নিশি নেই হইতেছে জমা

এ আমার দারিদ্র নিঃসঙ্গতার একমুঠো সম্বল

কে পড়ে নাই, কে ধরে নাই আঘাতের জামা ।

 

কখনো কখনো মনে হয়েছে আকাশ হব

এই পাপ ক্লিষ্ট নগরীর স্পর্শের বাইরে,

একাকী বেদনায় ভেবেছি মৃত্যু হব

কয়ে যাব জীবনেরে ‘এবার তবে যাইরে’।

ভেবেছি বিষণ্ণ মনে হতাম যদি কাবার কালো পাথর

কত মানুষের হৃদয় নিংড়ে পেতাম ভালোবাসা

বৃথা এ মানবজন্ম, নিছক ভুবনের খেলাঘর

অযথাই মরিতে মারিতে এ সংসারে আসা ।

 

যা পেয়েছি যা পাই নাই পড়িয়া থাক দূরে

জীর্ণ মনের ক্লিষ্ট বাসনা পুরা হয় স্বপ্ন দেখিলে ভোরে ।

দেখিলাম আমি পড়িয়া রয়েছি আসা যাওয়ার পথে

পাথর হয়ে করিনু আঘাত পথিকের পায়ের ক্ষতে।

শপথ করিনু স্বপ্ন আমার মিথ্যা করিব এইবার

উলটো কষ্ট, উল্টো নষ্ট জড়াইয়া ধরিল পা,

যা চেয়েছিনু যা দেখেছিনু ভুলিয়া যাইবার

উল্টো চেষ্টা ,অশ্রু তেষ্টা, কহিলাম ‘থামিব না’ ।

 

সম্মানিত পাথর করে দিলেও পড়ে থেকে

বন্ধ করিতে নাহি চাহি কারো আজন্ম খোঁড়া রাস্তা

বৃথা মানুষ হয়ে পথিকের পায়ে জড়াব শুভঅশ্রু

বড় দুর্লভ এ মানবজন্ম; যতই হই সস্তা ।

 

অপেক্ষায় আছি জমিতে জমিতে আমার বুকে

অশ্রুর নদী উঠিবে দুকূল ছাপিয়া

আমি দেখিব অদেখা ভুবন অলীক দেখার সুখে

তার বিষাদের স্রোতের রথেতে তাহার চাপিয়া।

জল হব আজ শপথ করিনু হৃদয়ে হাত রেখে

শ্রাবণে শ্রাবণে আবেগী প্লাবনে উঠিব বাড়িয়া

জীবনের মত ধর্ম লইয়া বহিব একেবেকে

আপন পথ আপন হস্তে লইব আজি খুঁড়িয়া ।

 

তরুণ ভোরে স্বপ্ন দেখিনু কালো পাথর করিতে আছে চেষ্টা,

বুক জুড়ে তার হা করে আছে অশ্রু জলের তেষ্টস্র

ভালবাসার মূল্য

বুঝিনি ওই সুন্দর মুখের পেছনে ,
লুকিয়ে ছিল কুৎসিত মন ।
জানিনা এই মনের আঘাত,
কাঁদাবে কিনা আজিবন…।

জানিনা ভুলতে পারব কিনা,
জীবনের অন্ধকার সৃতি ।
জানি তবে এই ভালোবাসা কখনও,
আসবেনা কারও প্রতি…।

এই ভালোবাসা ছিলনা,
আর কারও সমতুল্য ।
সে বুঝলনা আমার,
ভালবাসার মূল্য…।
*** প্রিয় ***